হোম > সারা দেশ > গাইবান্ধা

নির্বাচন-পরবর্তী সহিংসতা: সাঘাটা উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। 

আজ সোমবার বিকেলে সাঘাটা উপজেলার হাট ভরতখালী মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয়রা জানায়, সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সাঘাটার নিজ বাড়ির দিকে ফেরার পথে হাট ভরতখালী এলাকায় পথরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে লোহার রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করান; পরে তাঁকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়।

আহতের মা জহুরা খাতুন বলেন, ‘আমার ছেলে গতকাল রোববার অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে আমার ভাতিজি ফারজানা রাব্বী বুবলীর হয়ে কাজ করার কারণেই এই হামলা হয়েছে। আমি এই হামলাকারীদের দ্রুত বিচার চাই।’ 

আহতের বোন ফারিয়া রাব্বী বলেন, ‘আমার ভাই সাঘাটা-ফুলছড়ি আসনের নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনের বিপক্ষে গিয়ে আমার চাচাতো বোন স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর পক্ষে কাজ করায় ভরতখালী ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট নিজেসহ তাঁর দলবল এই হামলা চালায়।’  

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, সাঘাটা উপজেলার হাট ভরতখালী এলাকায় সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচন-পরবর্তী সহিংসতায় এ হামলার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা তাঁর ওপর হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

গাইবান্ধা জেলা হাসপাতালে দায়িত্বরত ডা. আজমিন নাহার লিন্ডা আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর শরীরে গুরুতর জখম আছে। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ