বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
ভারতে গান্ধী জয়ন্তী উৎসব উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে বন্ধের সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার ভারতে গান্ধী জয়ন্তী দিবস পালিত হয়। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি ছিল। তাই হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
সাখাওয়াত হোসেন আরও বলেন, এক দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট (ওসি) বদিউজ্জামাল দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আজও স্বাভাবিক আছে।’