হোম > সারা দেশ > রংপুর

বেনারসি তাঁত শিল্পকে আমরা ধ্বংস হতে দেব না: নানক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘গঙ্গাচড়ার তাঁত শিল্পের বিষয় নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না। আমাদের ঢাকায় রংপুরের গঙ্গাচড়ার তাঁত শিল্প নিয়ে সংসদে বসে আপনাদের এমপি আসাদুজ্জামান বাবলু ধারণা দিয়েছেন। শুধু ধারণাই দেননি তিনি আমাদের এই এলাকায় এনেছেন, আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য আমরা বুঝতে পেরেছি।’ 

আজ বৃহস্পতিবার বিকেলে রংপুরের গঙ্গাচড়ায় তাঁত পল্লি পরিদর্শনে এসে তাঁত মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁত মালিক ও শ্রমিকরাসহ বিভিন্ন নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। 
 
নানক বলেন, ‘আমরা কখনোই এই বেনারসি তাঁত শিল্পকে ধ্বংস হতে দেব না।’ এ সময় তিনি তাঁত মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘বাজারের প্রতিযোগিতায় আপনারা হেরে যাচ্ছেন। কারণ তিন দিন কষ্ট করে একটা শাড়ি তৈরি করেন। আর যারা সেমি অটো তাঁত চালায়, তারা এক দিনে তিনটা শাড়ি তৈরি করে। তাই তাঁদের খরচ অনেক কম পড়ে। সেমি অটোর পরবর্তী ধাপে উন্নত অটো তাঁত করার জন্য যা যা করার প্রয়োজনে আমরা তা করব। আমরা এখানে আমাদের নিজ উদ্যোগে ডিজাইন ও ট্রেনিং সেন্টার তৈরি করব। আপনারা আর কোনো দুশ্চিন্তা করবেন না। আপনারা যে কষ্ট করছেন ইনশা আল্লাহ এই কষ্টের সুফল মিলবে।’ 

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, রংপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার