Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি

পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন
প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে উপজেলার চৌমাথা মোড় এলাকায় এই কর্মসূচি হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে পলাশবাড়ী নেসকোর গ্রাহকেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের জোর দাবি জানান। সেই সঙ্গে দাবি মানা না হলে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা প্রতিহত করার ঘোষণাও দেন তাঁরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। এ ছাড়া স্মারকলিপির একটি অনুলিপি পলাশবাড়ী নেসকোর আবাসিক প্রকৌশলীকে দেওয়া হয়েছে।

পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্যসচিব রবিউল ইসলাম লিয়াকত এতে সভাপতিত্ব করেন। স্থানীয় মিজানুর রহমান নিক্সন এতে সঞ্চালনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধান, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমান মিল্টন, উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, বহুমুখী ব্যবসায়ী সমিতির নেতা আব্দুস সোবাহান প্রমুখ।

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন

উলিপুরে ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

মাদকসেবী আটক করায় পুলিশের ওপর চড়াও কারবারিরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার চাঁদা দাবি, কথোপকথন ভাইরাল

চার মাসেও ভাতা ফেরত পাননি ২৭০ প্রতিবন্ধী

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক