হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে ৬ দিন ধরে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে ৬ দিন ধরে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে। ছবি: আজকের পত্রিকা

কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে। উত্তরের এই জেলায় গতকাল বুধবার তাপমাত্রা ৮ সেলসিয়াসে নেমে এসেছে। সকাল থেকে সূর্যের মুখ দেখা গেলেও ছিল না উত্তাপ। এদিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা দেশের সর্বনিম্ন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে পঞ্চগড়ের ওপর দিয়ে টানা ৬ দিন মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

শীতের তীব্রতা বাড়ায় বিপাকে আছেন পঞ্চগড়ের প্রায় ২০ হাজার পাথরশ্রমিক। নদীর বরফশীতল জলে নেমে পাথর তুলতে পারছেন না তাঁরা। যেদিন সূর্যের তেজ একটু বেশি থাকে, সেদিন নদীতে নামতে পারেন। তা-ও কয়েক ঘণ্টার মধ্যেই পানি থেকে উঠে পড়তে হয়। অন্য দিনগুলোতে বসেই থাকতে হয়।

জিতেন্দ্র নাথ রায় বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানান তিনি।

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

গোবিন্দগঞ্জে চাঁদার দাবিতে মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ

সেকশন