হোম > সারা দেশ > রংপুর

মায়ের ‘মৃত্যুর রহস্য’ উদ্‌ঘাটনের দাবিতে ৪ ছেলের সংবাদ সম্মেলন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে বেগম সামছুন্নাহার নামে এক বৃদ্ধার ‘রহস্যজনক’ মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁর চার ছেলে। আজ বৃহস্পতিবার মিঠাপুকুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে সামছুন্নাহারের দ্বিতীয় ছেলে শফিউল ইসলাম শাহীন লিখিত অভিযোগ পাঠ করেন। এ সময় তার আরও তিন ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

শফিউল ইসলাম জানান, তাঁর মা বেগম সামছুন্নাহারের স্বাভাবিক মৃত্যু হয়নি। জমি, নগদ টাকা ও সোনার গয়না আত্মসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর মৃত বড় ভাই শহিদুল ইসলাম বিজুর স্ত্রী নাজমিন আরা বেগম সুপরিকল্পিতভাবে তাঁর মাকে হত্যা করেছেন। এ ঘটনায় তাঁরা আদালতে একটি মামলা করেছেন। কিন্তু এখনো মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়নি। 

মৃত সামছুন্নাহারের ছোট ছেলে আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, ‘আমি ঢাকায় থাকি।  মা আমাকে ফোনে জানায় জমি টাকা-পয়সা সবাইকে ভাগ বাঁটোয়ারা করে দিতে চাই। এ জন্য আলোচনা করা দরকার। মা আমাকে ঢাকা থেকে আসতে বলেন। আমি ট্রেন যোগে রওনা দেই। গত ৩ ফেব্রুয়ারি দিনাজপুরের ফুলবাড়ি স্টেশনে নেমে খবর পাই আমার মা মারা গেছেন।’ 

আসাদুজ্জামান আরও বলেন, ‘তখন বুঝতে পারিনি জমি, টাকা ও সোনার গয়না আত্মসাৎ করার ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আমার মাকে খুন করা হবে।’ 

এ ঘটনার জন্য তিনি তাঁর ভাবি এবং ভাবির দুই জামাতাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করলেই মায়ের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করা সহজ হবে।’ 

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ