ঠাকুরগাঁও প্রতিনিধি
হিমালয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা মায়াবী দৃশ্য ঠাকুরগাঁও থেকে দেখা যাচ্ছে। গতকাল শনিবার থেকে উপজেলার আকচায় ইউনিয়নের বুড়িরবাধ এলাকা থেকে দেখা মিলছে এ সুউচ্চ চূড়ার দৃশ্য।
স্থানীয়রা জানান, প্রত্যেক বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হালকা শীতে পরিষ্কার আকাশে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন গ্রাম ও শহর থেকে এ পর্বতচূড়া দেখা যায়। প্রায় সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার মনোহর দৃশ্য দেখা গেলেও বুড়িরবাধ এলাকা থেকে স্পষ্ট দেখা যায়।
বুড়িরবাধের স্থানীয় বাসিন্দা জাহিদুল বলেন, কাঞ্চনজঙ্ঘার দিকে যতবার তাকিয়ে থাকি মন জুড়িয়ে যায়। এর প্রতি টান কখনো কমে না। প্রতিবছর এ সময়ে এ দৃশ্য দেখা মিলে।
নীলফামারী থেকে আসা মামুনুর রশিদ মামুন বলেন, শীতের এই সময়টিতে ঠাকুরগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এ খবর শুনে পরিবার নিয়ে এসেছি। ওপারে যাওয়ার পাসপোর্ট-ভিসা ছাড়াই দেখা যাচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
আকচা এলাকার প্রশান্ত কুমার বলেন, পঞ্চগড় ছাড়াও ঠাকুরগাঁও থেকেই খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এ দৃশ্য আমাদের বিমোহিত করেছে।
বে-সরকারি উন্নয়ন সংস্থার (ইএসডিও) নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, পৌর শহরের গোবিন্দনগর এলাকায় আমার নিজস্ব অফিসের ৫ তলা ভবনের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত সুন্দরভাবে দেখা যায়। অফিসের কর্মীরা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পায় সে জন্য ভবনের ওপরে আলাদাভাবে ছাদ তৈরি করেছি।