হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়ে ৫ম শ্রেণির ছাত্রের মৃত্যু 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে মো. সামিউল ইসলাম (১০) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারা গেছে। আজ সোমবার (১০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার শালখুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সামিউল উপজেলার শালখুরিয়া গ্রামের মো. জয়নাল আবেদিনের ছেলে ও স্থানীয় বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুল ইসলাম।

শালখুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন আজকের পত্রিকাকে জানান, আজ শালখুরিয়া স্কুল মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বেড়ামালিয়া প্রাথমিক বিদ্যালয়ের খেলা চলছিল। খেলার মধ্যে গোলবারের কাছে বল শট নিতে গিয়ে সামিউল আঘাত পায়। সেখানে তার মাথায় পানি ঢালার পর নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বেড়ামালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জামিলা খাতুন জানান, খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যে হঠাৎ সামিউল পড়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। থানা থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা বেগম বলেন, ‘টুর্নামেন্ট খেলতে গিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন