হোম > সারা দেশ > রংপুর

নিখোঁজের পরদিন পাটগ্রাম সীমান্তে পড়ে ছিল বাংলাদেশি নাগরিকের লাশ

পাটগ্রাম ( লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে নিখোঁজের এক দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নাগরিক আবির হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। আজ মঙ্গলবার সকালে বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখা থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

আবির হোসেনের ভাতিজা হৃদয় হোসাইন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দা অটোরিকশাচালক আবির হোসেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হন। বেলা ১১টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুপুরে অটোরিকশাটি বুড়িমারী স্থলবন্দরে পাওয়া যায়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁকে পায়নি। আজ মঙ্গলবার সকালে জানা যায়, উপজেলার স্থলবন্দর সড়কের শূন্যরেখার পাশের নালায় আবিরের লাশ পড়ে আছে। খবর পেয়ে বুড়িমারী কোম্পানির বিজিবি ও পাটগ্রাম থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

হৃদয় হোসাইন আরও বলেন, ‘চাচা সাদাসিধে মানুষ ছিলেন। কীভাবে তাঁর মৃত্যু হলো বলতে পারি না।’

বিজিবির বুড়িমারী কোম্পানির কমান্ডার বায়রোন আলী বলেন, লাশ পুলিশ নিয়ে গেছে। এটি সীমান্ত সংক্রান্ত মৃত্যুর ঘটনা নয়।

এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধার করা লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন