ঠাকুরগাঁও প্রতিনিধি
ছয় বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ির বহরে হামলার অভিযোগে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সদর উপজেলা নারগুন ইউনিয়নের মুন্সিপাড়া শাপলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মাহবুবুর রহমান ওই এলাকার মৃত নবীর আলীর ছেলে। তিনি নারগুন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রিয়াদুল ইসলাম লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার মাহবুবুর রহমান ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। ২০১৮ সালে জাতীয় নির্বাচন প্রচারণাকালে মির্জা ফখরুলের গাড়ির বহরে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান পয়গম আলী বলেন, ‘২০১৮ সালে জাতীয় নির্বাচন প্রচারণাকালে সদর উপজেলার দানারহাট এলাকায় মির্জা ফখরুলের গাড়ির বহরে দুষ্কৃতকারীরা হামলা করে। এ সময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা।’