রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রানীশংকৈল উপজেলার বাচোঁর ইউনিয়নের কাতিহার এলাকার আরবিবি ইটভাটার মাটির স্তূপে হাজারো জনতার স্বর্ণ খোঁজার স্থানে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন।
আজ শনিবার রাতে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান ১৪৪ ধারা জারি করেন।
ইউএনও বলেন, ইটভাটার মাটিতে স্বর্ণ খোঁজার কারণে অনেক মানুষের জমায়েত হচ্ছে। এতে মারামারিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থে আরবিবি ইটভাটার মাটির স্তূপে ১৪৪ ধারা জারি করা হলো। এ ১৪৪ ধারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকিবে বলে তিনি জানিয়েছেন।