কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার সকালে সোনাহাট স্থলবন্দর সড়কের বঙ্গসোনাহাট ইউনিয়নের লক্ষ্মীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ফাতেমা বেগম (৭০)। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ ভরতেরছড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা দ্রুতগতিতে সোনাহাট থেকে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। এ সময় ফাতেমা সড়ক পার হচ্ছিলেন। অটোরিকশাটি তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।