প্রচণ্ড গরমে বিরামপুরে পাকা রাস্তার পিচ গলে যাচ্ছে। সেই সঙ্গে চাকায় পিচ আটকে যাওয়ার কারণে যানবাহন চলছে ধীরগতিতে। সড়ক বিভাগ বলছে, প্রখর রোদ অব্যাহত থাকলে সড়কে মোটা বালু ছিটিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এর মধ্যে বিরামপুর শহরের প্যাকেজ নম্বর ৫ অংশের কাজ শেষ হয়েছে।
আজ শনিবার সকালে থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে চোখে পড়ে পিচ গলার এ দৃশ্য। প্রখর রোদের প্রচণ্ড তাপে সড়কের অনেক জায়গায় পিচ গলে যাচ্ছে। এ সময় সড়কে বাস-ট্রাকসহ ভারী যানবাহনগুলো ধীরগতিতে চলতে দেখা গেছে।
বিআরটিসির বাসচালক আনিচ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দিনাজপুর থেকে বিরামপুর ৫৬ কিলোমিটার সড়কের বেশির ভাগ জায়গারই পিচ গলে গেছে। এ কারণে চাকায় পিচ আটকে যাচ্ছে। এখন ধীরে ধীরে বাস চালিয়ে যাচ্ছি।’
এদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার দিনাজপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রচণ্ড দাবদাহে সড়কের পিচ গলা ঠেকাতে বিরামপুর পৌরসভা উদ্যোগে বিভিন্ন রাস্তায় পানি ছিটিয়ে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে।