রংপুরের বদরগঞ্জে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা করে বদরগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাব বদরগঞ্জ।
ওই কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন—সাংবাদিক মাহবুবর রহমান, এমএ সালাম বিশ্বাস, সেলিম সরকার, মোস্তাফিজার রহমান, জাহিদুল হক সরদার, আশরাফুল আলম, আশা সরকার, বদরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আপন, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্যামল লোহানী, প্রথম আলোর রংপুরের আঞ্চলিক কর্মকর্তা ইমরান আলী ও প্রতিনিধি আলতাফ হোসেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।