সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে ধানবোঝাই ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম জ্যোতি রায়। আজ মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুরের সাইল্যার মোড় পীরপাড়া সড়কের গাড়ারডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জ্যোতি রায়ের (৪৫) বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নে। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ওই মোটরসাইকেল আরোহী ওই সড়ক দিয়ে পূর্বদিকে যাচ্ছিলেন। আর অপর দিক থেকে ধানবোঝাই ট্রাক্টর পশ্চিমে যাচ্ছিল। ঘটনাস্থলে দুই যানের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক্টরটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।