আদিতমারীতে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি 

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮: ২৮
প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনের ধাক্কায় লিয়ন ইসলাম (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার লালমনিরহাট–বুড়িমারী রেল গেট টাওয়ার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে রেল লাইনের কাছে ঘোরাফেরা করছিল মাসিক প্রতিবন্ধী লিয়ন ইসলাম। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় লিয়ন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানা–পুলিশকে অবগত করা হয়েছে।’

সাদুল্লাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে মৃত্যু

বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা আটক

বিজিবির বাধায় সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ করল বিএসএফ

জাপাকে কোণঠাসার অপচেষ্টা করছে সরকার, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: মোস্তফা