Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বীরগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বীরগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

দিনাজপুরের বীরগঞ্জে রেজিয়া খাতুন (৭৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের পশ্চিম ধনগাঁও গ্রামে এই ঘটনা ঘটেছে। এ সময় বৃদ্ধার বাড়ি থেকে দলিলপত্র এবং নগদ টাকা লুট হয়েছে। নিহত রেজিয়া উপজেলার পূর্ব ধনগাঁও গ্রামের সবদুল ইসলামের স্ত্রী।

খবর দিলে আজ শুক্রবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে পাঠিয়েছে।

স্থানীয় শিবরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক বলেন, যে বা যারাই এই বৃদ্ধাকে হত্যা করেছে, তাদের উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন।

হত্যার শিকার বৃদ্ধার বাড়িতে স্বজনদের আহাজারিনিহতের বড় ছেলে রুহুল মিয়া বলেন, ‘আমি বীরগঞ্জে থাকি। সকালে খবর পেয়ে বাড়ি এসেছি। বুঝতে পারছি না, কারা আমার মাকে এমন নির্মমভাবে হত্যা করল।’ তাঁর ছোট ভাইসহ পাঁচ বোন রয়েছে। বোনদের বিভিন্ন এলাকায় বিয়ে হয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, পারিবারিক বিরোধের জেরেই বৃদ্ধাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার খবর পেয়ে জেলা পিবিআই ও সিআইডির কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। আশা করি, শিগগিরই হত্যার রহস্য উদ্‌ঘাটন হবে।’

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

অস্ত্রের ছবি পোস্ট করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও