হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে রেজিয়া খাতুন (৭৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের পশ্চিম ধনগাঁও গ্রামে এই ঘটনা ঘটেছে। এ সময় বৃদ্ধার বাড়ি থেকে দলিলপত্র এবং নগদ টাকা লুট হয়েছে। নিহত রেজিয়া উপজেলার পূর্ব ধনগাঁও গ্রামের সবদুল ইসলামের স্ত্রী।

খবর দিলে আজ শুক্রবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে পাঠিয়েছে।

স্থানীয় শিবরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক বলেন, যে বা যারাই এই বৃদ্ধাকে হত্যা করেছে, তাদের উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন।

নিহতের বড় ছেলে রুহুল মিয়া বলেন, ‘আমি বীরগঞ্জে থাকি। সকালে খবর পেয়ে বাড়ি এসেছি। বুঝতে পারছি না, কারা আমার মাকে এমন নির্মমভাবে হত্যা করল।’ তাঁর ছোট ভাইসহ পাঁচ বোন রয়েছে। বোনদের বিভিন্ন এলাকায় বিয়ে হয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, পারিবারিক বিরোধের জেরেই বৃদ্ধাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার খবর পেয়ে জেলা পিবিআই ও সিআইডির কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। আশা করি, শিগগিরই হত্যার রহস্য উদ্‌ঘাটন হবে।’

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার