সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় ভূমিহীন ও গৃহহীন ৫৫ পরিবারের মধ্যে জমিসহ ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সভাকক্ষে সুবিধাভোগীদের মধ্যে এ কাগজপত্র হস্তান্তর করা হয়।
এর আগে মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদানের এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনজু মিয়া প্রমুখ। এ সময় জেলা–উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।