Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

চিরিরবন্দরে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

চিরিরবন্দরে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে মিরাজুল ইসলাম (১৪) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টায় ঘটনাটি ঘটেছে আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আইজুল মেম্বারপাড়া এলাকায়। 

জানা গেছে, মিরাজুল ইসলাম একই উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গুরুহাটি এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং পালাপাড়া দ্বিমুখী আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। 

স্থানীরা জানায়, রাত ১০টার দিকে ওই এলাকার রাস্তা দিয়ে বাজারগামী কয়েকজন পথচারী গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের খবর দিলে চিরিরবন্দর থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

মিরাজের বাবা আমিনুল ইসলাম বলেন, ‘রাত ৮টার দিকে আমার ছেলে বাজার করতে রাণীরবন্দর বাজারে যায়। পরে রাত ১০টা পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করি। পরে জানতে পারি আমার ছেলের গলাকাটা মরদেহ নাকি রাস্তায় পড়ে আছে। সেখানে গিয়ে আমার ছেলে মিরাজের সঙ্গে থাকা বাইসাইকেলটিসহ রাস্তার ধারে তার গলাকাটা মরদেহ দেখতে পাই।’ 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানান, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গলাকাটা কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে কিশোর মিরাজের মরদেহ উদ্ধার করা হয়।

 

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত