হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে যুবদলের কর্মিসভায় ককটেল বিস্ফোরণ, ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি 

উদ্ধার করা ককটেল। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের বোদা উপজেলায় বেংহারী বনগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড যুবদলের কর্মী সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি ও যুবদলের ৩ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মামলার পর দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে উপজেলার গড়েরডাঙ্গা এলাকায় মানিকপীর বেংহারী ফাজিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এদিন রাতেই ওই ইউনিয়নের ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। এতে ৮৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে মামলা করা হয়।

ককটেল বিস্ফোরণে আহতরা হলেন—বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন (২০), যুবদলের কর্মী জাহাঙ্গীর আলম (৩২) ও বাবু (৩৫)।

পুলিশ ও যুবদলের নেতা-কর্মীরা জানান, কর্মিসভা চলাকালে মাদ্রাসার প্রাচীরের বাইরে থেকে কর্মিসভাকে লক্ষ্য করে তিনটি ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ককটেলগুলো আশপাশের গাছে লেগে বিস্ফোরিত হলে আহত হয় বিএনপি ও যুবদলের তিন নেতা-কর্মী। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও ৪টি ককটেল উদ্ধার করে পুলিশ।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন বলেন, ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আমরা এজাহার নামীয় দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেপ্তারদের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন