পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ, ২২ জন নারী ও ১২ জন শিশু রয়েছে। আজ সোমবার বিকেল ৫টার পর এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়।
দীপঙ্কর রায় বলেন, বিভিন্ন স্থান থেকে বিকেল ৫টা পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ, ২২ জন নারী ও ১২ জন শিশু রয়েছে। বেশির ভাগ লোকের বাড়ি বোদা উপজেলায়। একজনের বাড়ি ঠাকুরগাঁও জেলা ও একজন আটোয়ারী উপজেলার রয়েছেন।
আরও পড়ুন: