হোম > সারা দেশ > রংপুর

একই স্থানে বিএনপির দুপক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা, নিরসনে জেলা বিএনপির হস্তক্ষেপ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের খানসামায় একই দিনে একই স্থানে বিএনপির দুই পক্ষের সমাবেশ নিয়ে চলছিল উত্তেজনা। আজ মঙ্গলবার সকালে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের মরিয়ম বাজারসহ পর্যায়ক্রমে উপজেলার ছয় ইউনিয়নে একই দিনে ও একই স্থানে জনসমাবেশ করার ঘোষণা দেয় উপজেলা বিএনপির দুই পক্ষ। পরিস্থিতি বিবেচনায় উপজেলার কোনো ইউনিয়নে সভা সমাবেশ হবে না মর্মে নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি।

গতকাল সোমবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেন। এরপর সেই বিজ্ঞপ্তির পক্ষে-বিপক্ষে ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু করেন দুই পক্ষের নেতা-কর্মীরা।

বিজ্ঞপ্তিতে খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের উদ্দেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলার কোনো ইউনিয়নে বিএনপির উদ্যোগে কোনো সভা সমাবেশ হবে না।

উপজেলা বিএনপির দুই পক্ষের এই ঘোষণায় দীর্ঘদিনের গ্রুপিং প্রকাশ্যে আসে। এ নিয়ে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছিল। তবে জেলা বিএনপির নির্দেশনার পর দুপক্ষই জনসমাবেশ স্থগিত করার ঘোষণা দেয়।

প্রসঙ্গত, প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত খানসামা উপজেলা বিএনপির একটি অংশ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারী, আরেকটি অংশ জেলা বিএনপির সহসভাপতি ও শিল্পপতি হাফিজুর রহমান সরকারের অনুসারী।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন