ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু (৫৫) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
গতকাল রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার কালিতলা একটিকিয়া এলাকায় ইউপি চেয়ারম্যান রইছ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। ২০২১ সালে ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ইউপি চেয়ারম্যানের ওপর হামলা হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান। তিনি বলেন, এখনো হামলার ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রইছ উদ্দিনের মেয়ে রিফাত আরা সম্পা জানান, গতকাল রাতে পরিষদের কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে রইছ উদ্দিন শহরের শান্তিনগরের বাড়িতে ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেলে করে চার-পাঁচ জন দুর্বৃত্ত পেছন দিক থেকে হামলা করলে রইছ উদ্দিন সড়কে পড়ে যান। এরপর তাঁরা অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
রিফাত আরা সম্পা বলেন, বাবার মাথায়, হাতে ও পিঠে এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। তাঁর মাথাসহ শরীরের পাঁচ-ছয় জায়গায় কোপানো হয়েছে। ঠিক কী কারণে তাঁকে এত নির্দয়ভাবে কোপানো হলো, এ বিষয়ে কিছু বলতে পারছি না।
জখম হওয়া ইউপি চেয়ারম্যানের ভাগনে মোহাম্মদ আসাদুজ্জামান খান জানান, দুর্বৃত্তরা কোপানোর পর একপর্যায়ে তাঁর মামা প্রাণ বাঁচাতে দৌড় দেন। পরে এক ব্যক্তি তাঁকে চিনতে পেরে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। দুর্বৃত্তরা তাঁর মামার মোটরসাইকেল ও পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যান।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রকিবুল আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে ইউপি চেয়ারম্যানকে হাসপাতালে নিয়ে এলে তাঁকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এ সময় তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।