পয়লা বৈশাখ ও সাপ্তাহিক ছুটির কারণে টানা দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার থেকে আগামীকাল শুক্রবার এই দুই দিন কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রহমান লিটন বলেন, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আজকে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হবে।