হোম > সারা দেশ > রংপুর

জয়ন্তের মরদেহ গভীর রাতে ফেরত দিল বিএসএফ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হওয়ার দুই দিন পর সপ্তম শ্রেণির ছাত্র জয়ন্ত কুমারের (১৫) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল মঙ্গলবার রাত দেড়টায় উপজেলার ধনতলা সীমান্তের নিটালডোবা গ্রামের ৩৯৩ নম্বর পিলারের কাছে জয়ন্তের মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর থেকেই মরদেহ ফেরত দেবে বলে কয়েক দফায় সময়ক্ষেপণ করা হয়। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহাম্মদ লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

মরদেহ ফেরতের সময় ভারতের পুলিশ ও বিএসএফ এবং বাংলাদেশের পক্ষে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী, এসআই শামীম, বিজিবির ধনতলা বিওপির ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলমসহ জয়ন্তের চারজন স্বজন ও প্রতিবেশী ছিলেন। মরদেহ ফেরতের পরপরই রাত আড়াইটার সময় জয়ন্তের শেষকৃত্য সম্পন্ন করা হয়। 

গত সোমবার ভোর ৪টায় সময় ধনতলা সীমান্তের নিটালডোবা গ্রামের ৩৯৩ নম্বর পিলার এলাকা দিয়ে জয়ন্ত কুমার ও তার বাবা মহাদেব চন্দ্র (৪৩) এবং প্রতিবেশী দরবার হোসেনসহ (৫০) আরও ১৫-২০ জন অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতের ডিঙ্গাপাড়া বিএসএফর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় জয়ন্ত কুমার। তার বাবা মহাদেব ও প্রতিবেশী দরবার হোসেন গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসেন। পরে সোমবার সকালেই জয়ন্তের মরদেহ নিয়ে যায় বিএসএফ।  

নিহত জয়ন্ত কুমার উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের বাসিন্দা ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। 

ঘটনার পর সোমবার ও মঙ্গলবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যকার কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন পর্যায়ে কমান্ডারদের চারটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। 

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহাম্মদ সোমবার সন্ধ্যায় জানিয়েছিলেন, পতাকা বৈঠকে বিএসএফকে বলা হয়েছে, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে পাল্টা জবাব দেবে বিজিবি।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন