Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

আ. লীগের নির্দেশ উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিলেন এমপির পুত্রবধূ

ঠাকুরগাঁও প্রতিনিধি

আ. লীগের নির্দেশ উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিলেন এমপির পুত্রবধূ

প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা উপেক্ষা করেই ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন ঠাকুরগাঁওয়ের সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালার পুত্রবধূ প্রিয়া আগরওয়ালা। গতকাল রোববার অনলাইনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। 

প্রিয়া আগরওয়ালা জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তাঁর স্বামী রাজীব পোদ্দার জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। অপরদিকে তাঁর মা সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মেয়ের জামাতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা। 

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রিয়া আগরওয়ালা স্বামী রাজীব পোদ্দার বলেন, ‘স্ত্রীকে নিয়ে ২০২০ সালে বাড়ি থেকে বের হয়েছি। এখন আর বাড়িতে থাকি না। আগামী ৩০ তারিখ পর্যন্ত প্রত্যাহারের শেষ দিন আছে এর মধ্যে পরিস্থিতি দেখে বিবেচনা করব। তবে সংসদ সদস্য মা আমাদের নির্বাচনের কোনো ধরনের সহযোগিতা করিনি।’ 

এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা বলেন, আমার পরিবারে ছেলেও তার স্ত্রী থাকে না। নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্ন লোক দিয়ে ছেলেও তার স্ত্রীকে বলেছি। কিন্তু তারা আমার কথা শুনে না। 

এদিকে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা না মানায় দলীয় নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে। 

জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাশহুরা বেগম হুরা বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে দলের ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়ে।’ 

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে।

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি