হোম > সারা দেশ > রংপুর

সকল সেক্টরে সংস্কারের পর আমরা নির্বাচনের দিকে যেতে চাই: উপদেষ্টা আসিফ মাহমুদ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

কাউনিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: আজকের পত্রিকা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সকল সেক্টরে সংস্কারের পর আমরা নির্বাচনের দিকে যেতে চাই। গণ-অভ্যুত্থানে মানুষের যেই আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পর এই সংস্কারের সুযোগ এসেছে। সুযোগটা আমরা কাজে লাগাতে চাই।’

আজ মঙ্গলবার বিকেলে রংপুরের কাউনিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণকাজের ফলক উন্মোচন ও অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘শহীদ ও আহতদের ত্যাগকে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল সেক্টরে সংস্কারের পর আমরা নির্বাচনের দিকে যেতে চাই।’

সম্প্রতি রংপুরে সারের সংকট ও দাম বৃদ্ধির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আসা প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর সারের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। দেশে আপাতত সারের কোনো সংকট নেই। রংপুরে ফসলের ভরা মৌসুমে সারের যেন সংকট না হয়, সে জন্য কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ে কথা বলব রংপুরে পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়ার জন্য।’

দেশে চলমান উন্নয়নকাজ প্রসঙ্গে তরুণ এই উপদেষ্টা বলেন, ‘আন্দোলন পরবর্তী সময়ে অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন নির্মাণকাজ বাধাগ্রস্ত হয়েছে। আমরা চলমান কাজগুলো সমাপ্ত করার ব্যবস্থা নিয়েছি।’ বর্তমান সরকারের সময় দেশের সব অঞ্চলে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন