দিনাজপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার বিকেলে জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়।
হাকিমপুর উপজেলার ২০-বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, আটক আব্দুর রহমান (৩৫) ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে। গতকাল বিকেলে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আব্দুর রহমানকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ভারতীয় নাগরিক আব্দুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।