Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ডিমলায় ঝড়ে উড়ে গেল দেড় শতাধিক বাড়িঘর

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

ডিমলায় ঝড়ে উড়ে গেল দেড় শতাধিক বাড়িঘর

নীলফামারীর ডিমলায় ঝড়ে দেড় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এদিকে ঝড়ে গাছ ভেঙে বিদ্যুৎ সঞ্চালন লাইন পড়ে যাওয়ায় বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানায়, আজ বেলা ১১টার দিকে ঝড় শুরু হয়। খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা, ডালিয়া ও বাইশপুকুর গ্রামে দেড় শতাধিক কাঁচা ঘরবাড়ি ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাতে ক্ষতিগ্রস্ত হয় নিম্ন আয়ের দেড় শতাধিক পরিবার। ঝড়ে অধিকাংশ ঘরের চাল ও বেড়া উড়ে যায়। এ সময় বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন।

ঝড়ে উড়ে যাওয়া বাড়ি। ছবি: আজকের পত্রিকাস্থানীয় খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার বলেন, ‘ঝড়ে আমার ইউনিয়নের বাইশপুকুর গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলা ১টা পর্যন্ত শতাধিক পরিবারের টিন ও বাঁশের কাঁচা ঘর উপড়ে গেছে খবর পেয়েছি। আরও বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে। এ ছাড়া ঝড়ে গৃহপালিত পশুরও মৃত্যু হয়েছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান বলেন, ঝড়ে যেসব এলাকায় মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব ইউনিয়নের চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঝড়ে আহত এক নারী। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালামা আজকের পত্রিকাকে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার কাজ চলছে। তালিকা হাতে পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কাজ করা হবে। তা ছাড়া বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন

উলিপুরে ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

মাদকসেবী আটক করায় পুলিশের ওপর চড়াও কারবারিরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার চাঁদা দাবি, কথোপকথন ভাইরাল

চার মাসেও ভাতা ফেরত পাননি ২৭০ প্রতিবন্ধী

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক