Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত করেছেন মুসল্লিরা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত করেছেন মুসল্লিরা

কাগজে-কলমে শ্রাবণ মাস শুরু হলেও আদতে বৃষ্টির দেখা নেই। রৌদ্রের তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ দিনাজপুরসহ সারা দেশ। তাপপ্রবাহ এড়াতে এবং কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে আয়োজন করা হয় বিশেষ নামাজ ও মোনাজাতের। আজ শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেস্কার নামাজ আদায় করে মোনাজাত করেছেন এলাকার মুসল্লিরা।

এই নামাজের ইমামতি করেন সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবু তাহের সিদ্দিকী। এ সময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলামসহ এলাকার কয়েক শ ধর্মপ্রাণ মুসল্লি নামাজে অংশ নেন। 

এই নামাজের ইমাম আবু তাহের সিদ্দিকী বলেন, ‘অনাবৃষ্টি, খরা দেখা দিলে খোলা মাঠে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য দোয়া করার পাশাপাশি আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া হয়। আল্লাহ ক্ষমাশীল, তিনি তাঁর বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। নামাজে চলমান অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ পেশ করা হয়।’ 

এদিকে, গত শুক্রবার দিনাজপুরে সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে। জেলা আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী শুক্রবার জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ১ দশমিক ৬ মিলিমিটার। 

জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলায় মৃদু তাপ্রবাহ চলমান আছে। গত শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাতে জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ১ দশমিক ৬ মিলিমিটার। আগামীকাল (রোববার) থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। ধীরে ধীরে তাপমাত্রা কমবে।’ 

২২ বছর পর ফুলবাড়ীতে আবার ট্রাফিক ব্যবস্থা চালু

বৈষম্যবিরোধী তিন নেতার ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার ওপর হামলা

খানসামায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

হাবিপ্রবিতে ৫ কর্মকর্তা-শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুরে হেজবুত তাওহীদ ও স্থানীয় জনতার সংঘর্ষ-আগুন, নেতৃত্বে আ. লীগ নেতা

স্কুল থেকে বিদায়ের আগের দিনেই চিরবিদায়