মাদক মামলায় জাহিদুল ইসলাম (৪০) নামের নীলফামারী কারাগারের এক হাজতি মারা গেছেন। আজ সোমবার অসুস্থ অবস্থায় সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্র জানায়, হাজতি জাহিদুল ইসলাম জেলার ডিমলা উপজেলার নওশাদ আলীর ছেলে। বিচারাধীন একটি মাদক মামলায় দুই মাস ধরে কারাগারে ছিলেন।
জেল সুপার মো. রফিকুল ইসলাম জানান, হাজতি জাহিদুল ইসলাম শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে প্রায় ১০ দিন ধরে অসুস্থ ছিলেন। কারাগার হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।