হোম > সারা দেশ > রংপুর

কিশোরগঞ্জে বিদ্যালয় থেকে চুরি হওয়া ৪টি ল্যাপটপ উদ্ধার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে নিকেতন স্কুল অ্যান্ড কলেজে থেকে চুরি হওয়া আটটি ল্যাপটপের মধ্যে চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে চা–বাগান থেকে চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

এর আগে ল্যাপটপ চুরির ঘটনায় গতকাল রোববার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে স্কুলের কর্মচারীরা স্কুল তালা দিয়ে চলে যান। রাতে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। গতকাল সকালে শিক্ষকেরা বিদ্যালয়ে এসে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তাঁরা ভেতরে গিয়ে দেখেন ল্যাবে থাকা ১৭টি ল্যাপটপের মধ্যে ৮টি ল্যাপটপ চুরি হয়েছে।

এ ঘটনার পর কিশোরগঞ্জ থানায় গতকাল সন্ধ্যায় লিখিত অভিযোগ দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। লিখিত অভিযোগের পর আজ সকালে উপজেলা পরিষদ চত্বরের চা–বাগান থেকে চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আহমেদ বলেন, ১৭টি ল্যাপটপের মধ্যে ৮টি ল্যাপটপ চুরি হয়েছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল আজকের পত্রিকা বলেন, ‘ল্যাব পরিদর্শনে গিয়েছিলাম। শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি, দোষী ব্যক্তিদের খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে উপজেলা পরিষদ চত্বরের চা–বাগান থেকে চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।’

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার