Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

শিশুর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

শিশুর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর কল্যাণী মাঝাপাড়া গ্রামের কলাবাগান থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুর নাম মোস্তফা আবরার রাগিব। সে ওই গ্রামের হাসান আলীর ছেলে।

রাগিবের চাচাতো ভাই মাজেদুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাগিব বাড়ির বাইরে খেলতে যায়। ১ ঘণ্টা পর প্রতিবেশী আব্দুর রশিদের স্ত্রী মালেকা বেগম কলাবাগানে রাগিবকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

শিশুটির বাবা হাসান আলী বলেন, ‘আমি আমার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলাম। মোবাইলে খবর পেয়ে বাড়ি এসেছি। কেন এমন ঘটনা ঘটল, তা বলতে পারছি না।’

পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে কল্যাণী বাজারের এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসক রাগিবকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পরপরই নিজপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস, পুলিশের এসআই জাহাঙ্গীর বাদশা রনি এবং এসআই আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন

উলিপুরে ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

মাদকসেবী আটক করায় পুলিশের ওপর চড়াও কারবারিরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার চাঁদা দাবি, কথোপকথন ভাইরাল

চার মাসেও ভাতা ফেরত পাননি ২৭০ প্রতিবন্ধী

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

ডিমলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২