ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপরে সদরের নিশ্চিন্তপুর ঘাট এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম রায়হান ইসলাম (১৬)। সে গোবিন্দনগর ইক্ষু খামারের মুজিবনগর এলাকার শহিদ হোসেনের ছেলে। রায়হান স্কলার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসাইন আজকের পত্রিকাকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ভারী বর্ষণে টাঙ্গন নদীর পানি বেড়েছে। গত সোমবার দুপুরে গোবিন্দনগর ইক্ষুখামার ইজতেমা ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় রায়হান। আজ দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সদরের নিশ্চিন্তপুর টাঙ্গন নদীতে তার লাশ ভেসে যেতে দেখে উদ্ধার করেন স্থানীয় কয়েকজন। খবর পেয়ে স্বজনেরা গিয়ে রায়হানের লাশ শনাক্ত করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে।