হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ এক দিন পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী এলাকা থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত মফিদুল ইসলাম হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বাজার করতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি।

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) গোলজার রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই যুবক মৃগী রোগী ছিলেন। গতকাল বিকেলে বাজারে যাওয়ার পথে নৌকা থেকে তিনি পড়ে যান। তখন সঙ্গের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে রাতেই রংপুর থেকে ডুবুরিদল এলেও রাত হওয়ার কারণে অভিযান চালানো সম্ভব হয়নি। আজ সকালে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চলাকালে জেলের বেড়জালে নিখোঁজ যুবকের লাশ উঠে আসে।

গোলজার রহমান আরও বলেন, ওই যুবক তিস্তার শাখা নদীতে পড়লেও স্রোতের কারণে প্রায় আধা কিলোমিটার দূরে তিস্তার মূল নদী থেকে তাঁকে উদ্ধার করা হয়।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ