রংপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৬: ৪৭
গ্রেপ্তার জিল্লুর রহমান। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মর্ণেয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার।

পুলিশ কর্মকর্তা জানান, জিল্লুর রহমানের বিরুদ্ধে গত ২৮ আগস্ট রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা এবং ২১ নভেম্বর গঙ্গাচড়া মডেল থানায় বিএনপির অফিস ভাঙচুরের মামলা হয়। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস

সাদুল্লাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে মৃত্যু