হোম > সারা দেশ > রংপুর

সর্বনিম্ন তাপমাত্রার দিনে দিনাজপুরে দেখা মিলেছে সূর্যের

দিনাজপুর প্রতিনিধি

টানা প্রায় ১০ দিন থেকে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জেলা দিনাজপুরে গতকাল বুধবার তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি এক চিলতে রোদ সামান্য সময়ের জন্য উঁকি দিয়েছিল। এদিকে বৃহস্পতিবার সকালে হিমশীতল আবহাওয়ার মধ্যেও কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মেলে। যদিও আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃহস্পতিবার কমেছে তাপমাত্রা, দিনটিতে জেলায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮  ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এটি জেলায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে তাপমাত্রা কমলেও রোদের দেখা পাওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে দিনাজপুরের সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকেই লোকজনকে কর্মব্যস্ত হতে দেখা যায়।

দিনাজপুর শহরের সুইহারী এলাকার বাসিন্দা নুরে জান্নাত নুরী বলেন, গতকাল দুপুরের পর থেকে সূর্য দেখা মিলছে। আজ সকাল ৯টার আগে সূর্য ওঠায় ভালো লাগছে। বাতাসের কারণে শীত অবশ্য কমে নাই। তবে রোদ ওঠায় বেশ কয়েক দিনের জমে থাকা কাপড়-চোপড় পরিষ্কার করা যাবে।

বিরলের কৃষক আজমীর হোসেন বলেন, আলুখেত নিয়ে খুব পেরেশানিতে ছিলাম। রোদ ওঠায় টেনশন কিছুটা কমল। 

শহরের মডার্ন মোড় এলাকায় ইজিবাইক চালক শাহিন হোসেন বলেন, শীতে একেবারে সবাই কাহিল হয়ে পড়েছিলাম। রোদ ওঠায় ভালো লাগছে। কয়েক দিন থেকে আয় রোজগার একেবারে কমে গেছে। আজকে শহরে মানুষজন চলাচল করবে। 

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা । বগুড়াসহ দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় আকাশ পরিষ্কার হয়েছে, তাই সূর্যের দেখা মিলছে। আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা বাড়তে পারে।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন