রংপুরের তারাগঞ্জে পূজামণ্ডপ দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। আজ সোমবার রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত রিকশাভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতেরা হলেন বদরগঞ্জের তালুক দামোদরপুর এলাকার পবিত্র চন্দ্র (২২) ও রতন চন্দ্র (৩০)। আহতেরা হলেন একই এলাকার লিটন চন্দ্র (২৫) ভোলা চন্দ্র (২৮), সাহেব আলী (২১)।
এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ। তিনি বলেন, ‘হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে পবিত্র চন্দ্র ও রতন চন্দ্র রাত সোয়া ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি তিনজনের চিকিৎসা চলমান রয়েছে।’
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আহতেরা ব্যাটারিচালিত রিকশাভ্যান ভাড়া নিয়ে পূজামণ্ডপ দেখতে বের হন। রাত সাড়ে ৮টার দিকে তাদের বহনকারী ভ্যানটি মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি নৈশকোচ পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ ভ্যানে থাকা চারজন সড়কে ছিটকে পড়ে যান। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একদল কর্মী সেখানে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ওসি শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। আহতদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।’