লালমনিরহাটের হাতীবান্ধায় ৫০ বোতল ফেনসিডিলসহ লিটু হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলা সানিয়াজান বাজারের মোকাদ্দেসনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। লিটু হোসেন একটি মাইক্রোবাসের চালক। ঘটনার সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মাইক্রোবাস তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ওই চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আটক লিটু হোসেনের বাড়ি উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকির পাড়া গ্রামে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সানিয়াজান বাজারের মোকাদ্দেস নগর এলাকায় একটি বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।