হোম > সারা দেশ > রংপুর

দাদার বাড়িতে চিরকুট লিখে ‘আত্মহত্যা’ করল মা-বাবা থেকে বিচ্ছিন্ন কিশোরী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

দাদার বাড়িতে চিরকুট লিখে ‘আত্মহত্যা’ করেছে মা-বাবা থেকে বিচ্ছিন্ন এক কিশোরী।  গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিম মন্ডলপাড়া গ্রাম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। যদিও ওই চিরকুটে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু লেখা নেই। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মোহসিনা খাতুন টুম্পা (১৪) স্থানীয় পাওটানাহাট ফাজিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ত। টুম্পার বাবার নাম আল-আমিন।

স্থানীয়রা জানান, টুম্পার শিশুকালে তার বাবা ও মায়ের বিচ্ছেদ ঘটে। বাবা-মা দুজনেই পরে বিয়ে করে আলাদা বসবাস করেন। টুম্পা তার দাদা-দাদির কাছে বড় হচ্ছিল। 

টুম্পার দাদি রাহিমা বেগম বলেন, ‘আমার নাতনি কিছুদিন ধরে মাথা ব্যথা ও পেট ব্যথায় ভুগছিল। ঘটনার দিন সন্ধ্যার আগে টুম্পা আমার কাছ থেকে মাথায় তেল দিয়ে নেয়। তেল দেওয়ার পর নাতনি আমাকে বলে আমি ঘুমাব, আমাকে ডাকিস না। আমি মাগরিবের নামাজ পড়ে ঘরে গিয়ে দেখি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পাশে একটি চিরকুট পাওয়া গেছে।’ চিরকুটের হাতের লেখা টুম্পার বলে তার দাদি জানান।

টুম্পার দাদা-দাদি দাবি, তাদের নাতনি অসুস্থতার কারণে আত্মহত্যা করে থাকতে পারে। অবশ্য চিরকুট লিখে টুম্পার আত্মহত্যার ঘটনা রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। 

পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারী পুলিশ ও স্থানীয় নারীদের সহায়তায় শালীনতার সঙ্গে মৃতদেহের সুরতহাল করেছি। আলামত জব্দ করেছি। সার্বিক বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে । মৃত্যুর কারণ সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার