Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

তিস্তায় নৌকাডুবি: নবম দিনের মাথায় আরেক যুবকের মরদেহ উদ্ধার 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

তিস্তায় নৌকাডুবি: নবম দিনের মাথায় আরেক যুবকের মরদেহ উদ্ধার 

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনার নবম দিনে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের চর বজরা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম আনিছুর রহমান (২৯)। তিনি বজরা এলাকার চাঁদ মিয়ার ছেলে। 

এলাকাবাসী জানান, গত ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদীর খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঝের চর এলাকায় ২৫ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই দিন রাতেই ১৮ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছেন। এর মধ্যে আজ দুপুরে আনিছুর রহমানের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নৌকা ডুবির ঘটনায় এখনো রুপালী বেগম (২৩), ইরা মনি (১০) ও শামীম (৫) নিখোঁজ রয়েছেন। 

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সাব-কর্মকর্তা আব্বাস আলী বলেন, আনিছুর রহমান নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যান্য নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আনিছুর রহমান নামের এক যুবকের মরদেহ করা হয়।

আরও পড়ুন:

কুড়িগ্রামে আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর

ঈদের ছুটিতে বিয়ের হিড়িক

পুলিশকে আক্রমণ, গ্রেপ্তার ২২

ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপির মহাসচিবের

বিয়েতে মাংস কম দেওয়ায় বিতর্ক, আলো নিভিয়ে মারধর কনেপক্ষের

রংপুরে আ.লীগের ৫ নেতা কারাগারে

বাড়ির পাশে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

নীলফামারীতে বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষকেরা

সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া যেকোনো দলের সঙ্গে জোট হতে পারে: আখতার হোসেন