Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ছেড়ে যাওয়া ট্রেনে দৌড়ে ওঠার চেষ্টা, দুই পা হারালেন যুবক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ছেড়ে যাওয়া ট্রেনে দৌড়ে ওঠার চেষ্টা, দুই পা হারালেন যুবক

দিনাজপুরের বিরামপুরে ছেড়ে যাওয়া ট্রেনে দৌড়ে ওঠার সময় ফিরোজ কবির (৩৫) নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। 

ফিরোজ কবির বিরামপুর পৌর শহরের শাহীনপুকুর এলাকার ফুল মিয়ার ছেলে। 

জানা গেছে, রোববার রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর প্ল্যাটফর্মে থামে। সেখানে যাত্রী ওঠানামার পর ট্রেনটি বিরামপুর থেকে চিলাহাটির উদ্দেশে রওনা দেয়। এ সময় ফিরোজ কবির ট্রেনে দৌড়ে ওঠার চেষ্টা করলে তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যায়। এ সময় ট্রেনের চাকা তাঁর পায়ের ওপর দিয়ে গেলে পা দুটি বিচ্ছিন্ন হয় যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহরিয়ার পারভেজ বলেন, ওই যুবকের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিরামপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ‘রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটিতে মানসিক ভারসাম্যহীন যুবক কাটা পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে পার্বতীপুর ও রেফারিকে জানিয়ে দিই। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার দুটি পা কাটা পড়েছে।’

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে