Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

চিলমারীতে প্রতিপক্ষ হাত-পা ভেঙে দিল সাবেক ইউপি সদস্যের

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

চিলমারীতে প্রতিপক্ষ হাত-পা ভেঙে দিল সাবেক ইউপি সদস্যের
আহত ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম আঞ্জু। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সাবেক এক ইউপি সদস্যকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ রোববার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ইউপি সদস্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর পরিবার চিলমারী মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার খন্দকারপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম আঞ্জুর সঙ্গে প্রতিবেশী হামিদুল ইসলামের পরিবারের বিরোধ চলছিল। এর জেরে গতকাল দুপুর ১২টার দিকে হামিদুল ইসলামের স্ত্রী হেলেনা বেগম (৪২) ও তাঁর ছেলে হিমেল মিয়া (২২) এবং রিয়াদ মিয়া (২০) দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে রেজাউল ইসলামকে মারধর করেন।

এতে রেজাউলের বাঁ হাতের দুই জায়গা, ডান পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের আঙুল ভেঙে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ‘অভিযোগ পেয়েছি, আসামিদের ধরার চেষ্টা চলছে।’

খানসামায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

হাবিপ্রবিতে ৫ কর্মকর্তা-শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুরে হেজবুত তাওহীদ ও স্থানীয় জনতার সংঘর্ষ-আগুন, নেতৃত্বে আ. লীগ নেতা

স্কুল থেকে বিদায়ের আগের দিনেই চিরবিদায়

বৃদ্ধাকে এসিড নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘সন্দেহজনক’

২০০ বছরের মাঠ কেটে পুকুর, উজাড় গাছও

সৈয়দপুরে তেলবাহী গাড়ির ধাক্কায় নিহত ১

ডিজিটাল বোর্ডে উঠল ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’