হোম > সারা দেশ > রংপুর

করতোয়ায় নৌকাডুবির ৯ দিন পরও চলছে উদ্ধারকাজ

আল মামুন জীবন, বোদা (পঞ্চগড়) থেকে

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। আজ সোমবার সকাল থেকে করতোয়া নদের আউলিয়া ঘাটে নবম দিনের মতো তাঁদের উদ্ধারে কাজ শুরু করেছেন পঞ্চগড়, বোদা ও দেবীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। 

এরই মধ্যে আজ ভোরে রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম বন্ধ করে ফিরে গেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। 

নিখোঁজেরা হলেন-পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি গ্রামের বাসিন্দা ধীরেন চন্দ্রের জয়া রানী (৪), বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুরেন (৩২) ও দেবীগঞ্জ উপজেলার ছত্রশিকারপুর এলাকার ভূপেন্দ্র নাথ বর্মন (৪০)। 

বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ৩ জনের সন্ধান না পাওয়া পর্যন্ত এ উদ্ধার কাজ চলমান থাকবে। 

উল্লেখ্য, এর আগে গত ২৫ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ৩০ নারী, ১৮ পুরুষ ও ২১ শিশু। মরদেহগুলোর মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৫ জন, আটোয়ারী উপজেলার দুজন, দেবীগঞ্জ উপজেলার ১৮ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার তিনজন এবং পঞ্চগড় সদর উপজেলার একজন রয়েছেন। 

আরও পড়ুন:

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন