গাইবান্ধার সুন্দরগঞ্জে গরু নিয়ে পার হওয়ার সময় মো. লাল মিয়া (৪১) নামের এক কৃষক তিস্তা নদীতে নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের বাদামের চর এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ মো. লাল মিয়া ওই গ্রামের মো. তকিজল মিয়ার ছেলে।
উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনজু মিয়া এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রোববার বিকেল ৪টার দিকে নিখোঁজের এ ঘটনা ঘটে।
লাল মিয়ার স্বজনদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আরও বলেন, ঘটনার সময় তিনি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। সাঁতরে পার হওয়ার সময় তিস্তা নদীতে ডুবে যান লাল মিয়া। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।