বাজেটে তিস্তা মহাপরিকল্পনা অন্তর্ভুক্তির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় পাঁচ মিনিটের মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার ডাউয়াবাড়ী ইউপির ঘুন্টিবাজারে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মানববন্ধনে অংশ নেন স্থানীয় বাসিন্দারা।
এ সময় বক্তারা তিস্তা শাসন এবং খনন করে তিস্তা পাড়ের কয়েক লাখ মানুষের জীবন-জীবিকা নিশ্চিত করার দাবি জানান। এ ছাড়া এবারের বাজেটে পদ্মাসেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বিল পাস করে কাজ শুরুর আহ্বান জানান। একই সঙ্গে রংপুর বিভাগের বৈষম্য দূর ও দারিদ্রতা কমানোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন–ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান, স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম প্রমুখ।