Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

মোটরসাইকেলযোগে চা খেতে যাচ্ছিল দুই বন্ধু, ট্রাকচাপায় নিহত একজন

কুড়িগ্রাম প্রতিনিধি

মোটরসাইকেলযোগে চা খেতে যাচ্ছিল দুই বন্ধু, ট্রাকচাপায় নিহত একজন

কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজসংলগ্ন এলাকায় ট্রাকচাপায় দশম শ্রেণি পড়ুয়া এক মোটরসাইকেল আরোহী কিশোর মারা গেছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধরলা ব্রিজের পশ্চিম প্রান্তে মাটিকাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত করবেন (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত কিশোরের নাম সাদমান সাদিক (১৬)। সে শহরের বানিয়াপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহেদের ছেলে। দুর্ঘটনায় সাদিকের বন্ধু হিমু (১৬) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত সাদিকের খালাতো ভাই রোমান জানান, সন্ধ্যার পর হিমু ও সাদিক মোটরসাইকেলে করে ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে চা খাওয়ার উদ্দেশে যাচ্ছিল। এ সময় মাটিকাটা মোড়ে বিপরীতরদিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন। হিমুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি মাসুদুর রহমান বলেন, কয়লা বোঝাই ট্রাক চাপায় এ দুর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত