Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বাড়িতে পড়েছিল গৃহবধূর মরদেহ, লাপাত্তা স্বামী

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

বাড়িতে পড়েছিল গৃহবধূর মরদেহ, লাপাত্তা স্বামী

কুড়িগ্রামের উলিপুরে রেজিয়া বেগম (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার যমুনা ফকিরপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে এ ঘটনার পর থেকে লাপাত্তা রয়েছেন গৃহবধূর স্বামী। 

নিহতের স্বামীর নাম নুর জামাল (৪৫)। তিনি ওই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। 

স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর আগে নুর জামালের সঙ্গে কুড়িগ্রাম সদর উপজেলার মোঘলবাসা ইউনিয়নের দামদারপাড় এলাকার রেজিয়ার বিয়ে হয়। উভয়ের এটি দ্বিতীয় বিয়ে। আজ সকালে স্থানীয়রা নুর জামালের শয়নকক্ষের বাইরে রেজিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। এর পর থেকে নুর জামাল লাপাত্তা। 

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়। বিয়ের পর থেকে রেজিয়া বেগমকে স্বামী নুর জামাল বিভিন্ন সময় নির্যাতন করতেন বলেও জানান স্থানীয়রা। 

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনিছুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের সময় বাড়িতে কেউ ছিলেন না। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার