হোম > সারা দেশ > রংপুর

চিলমারীতে আবেদনের সাত মাস পেরোলেও বিদ্যুৎ সংযোগ নেই বীর নিবাসে 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে আবেদনের সাত মাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ পৌঁছায়নি বীর নিবাসে। একাধিকবার যোগাযোগ করেও সংযোগ মিলছে না। এতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শিগগিরই বৈদ্যুতিক সংযোগ দেওয়া হবে। 

স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান, চিলমারীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরির কাজ চলছে। এরই ধারাবাহিকতায় সরকার দ্বিতীয় ধাপে ৩৫ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য বীর নিবাসের বরাদ্দ দেয়। এই ধাপে বরাদ্দ পান উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়িহাট বানুকিশামত এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী। 

বীর নিবাসের জন্য বৈদ্যুতিক সংযোগের জন্য গত এপ্রিলে সেই সময় দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুপারিশ নিয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করেন আনছার আলী। অন্য সব সুবিধার সঙ্গে বীর নিবাসে বৈদ্যুতিক সুবিধা দেওয়ার কথা থাকলেও আবেদনের সাত মাস পেরিয়ে গেলেও সংযোগ দেয়নি বিদ্যুৎ বিভাগ। 

বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী বলেন, ‘সাত মাস ধরে বিদ্যুৎ অফিসে ঘুরছি। ইউএনওসহ বিভিন্ন স্থানে বারবার ঘুরেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছি না, ফলে আমার ছেলে মেয়েদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।’ 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ বলেন, ‘বিদ্যুৎ বিভাগ যদি একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ করে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে আরও কত খারাপ করতে পারে। আমরা এর প্রতিকার চাই।’ 

চিলমারী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আজিজুল ইসলাম বলেন, ‘একটু সমস্যা ছিল, সমস্যা সমাধান হয়েছে। যেসব বীর নিবাসে সংযোগ বাকি আছে সেসবে দ্রুত সংযোগ দেওয়া হবে।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন