রংপুর জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য হয়েছেন সজীব ওয়াজেদ জয়। গতকাল শনিবার রংপুর বিভাগ দিয়ে আওয়ামী লীগের সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে জয়কে রংপুর জেলার প্রথম সদস্য করা হয়।
জয়ের সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে দেশব্যাপী আওয়ামী লীগের সদস্য নবায়ন কর্মসূচির সূচনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন মওলা। তিনি বলেন, রংপুর বিভাগ দিয়ে গতকাল শনিবার আওয়ামী লীগের সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সজীব ওয়াজেদ জয়ের সদস্যপদ নবায়ন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা হিসেবে জয়কে রংপুর জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য করা হয়েছে। জয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও সরকার পরিচালনায় সহযোগিতা করে আসছেন।
মোতাহার হোসেন মওলা আরও বলেন, সদস্য নবায়ন অনুষ্ঠানে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ রংপুর বিভাগের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।